স্টাফ রিপোর্টার
বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস
“৮০০ কোটির প্রথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা’র উপ-পরিচালক তাপস কুমার শীল’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, পিটিআই’র সুপার অরুন কুমার পান্ডে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ নকিবুল হাসান, সহকারি পরিচালক সিসি ও ডিস্ট্রিক কনসালটেন্ট আফরোজা বেগম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর আহমেদ, আরিফুর রহমান ও মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ শাহনাজ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারিদের হাতে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।