মোঃ সানাউল্লাহ রিয়াদ :
“একটি শিশুর সামাজিক ও আচরণগত পরিবর্তণ আনতে দীর্ঘ সময় প্রয়োজন। তাই এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি জায়গা তৈরি করে দিতে হবে আমাদের সকলের। তাহলেই নিজেদের গড়ে তুলতে পারবে একজন সুস্থ ও পরিপাটি মানুষ হিসেবে। এই শিশুরাই হবে আগামীর স্মার্ট নাগরিক।”
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার আরডিএফ টাওয়ার ট্রেনিং সেন্টারে জেলা তথ্য অফিসের আয়োজনে ও বরিশাল ইউনিসেফ এর সহযোগিতায় আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায শিশু অধিকার পূরণে জনসম্পৃক্তকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা করেন- সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা।
এসময় উপস্থি ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ আরমান ভূঁইয়া।
শিশু অধিকার বিষয়ক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন- ইউনিসেফ বরিশাল’র সোস্যাল ও বিহেবিয়ার চেইঞ্জ অফিসার সঞ্জিত কুমার দাস।
ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।