যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ইন্টার জেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বরগুনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ইন্টার জেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা সিবিডিপি, ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (৬ জুন) বিকাল ৫ টার দিকে বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।

যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ইন্টার জেনারেশনাল এ প্রধান অতিথির বক্তৃতা করেন- সমাজসেবা অধিদপ্তরের বরগুনার উপ-পরিচালক শহিদুল ইসলাম।

সিবিডিপি’র নির্বাহী কমিটির সভাপতি সাংবাদিক চিত্তরঞ্জনশীল এর সভাপতিত্বে ও সিপিডিপির নির্বাহী পরিচালক সাংবাদিক জাকির হোসেন মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মনির হোসেন কামাল, বুড়িরচর কে এম জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভিন ছবি, সংগ্রামের সহকারি পরিচালক (প্রোগ্রাম) এ এন এম আশরাফ উদ্দিন, কেওড়াবুনিয়া মহিলা আলিম মাদ্রাসা’র সহকারী শিক্ষক গাজী গোলাম মোহাম্মদ, বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংবাদিক আবু জাফর সালেহ প্রমুখ।

এ ডায়লগ সেশনের মাধ্যমে ছেলে ও মেয়েদের বয়সন্ধিকালীন সব ধরনের যত্ন ও বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন সহ নানাবিধ বিষয় উঠে আসে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.