স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা গোয়েন্দ শাখা (ডিবি) পুলিশের হাতে ৪৫ লিটার চোলাই মদসহ চার জন আটক হয়েছে।
আটককৃতরা হল- সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী এলাকার মৃত. মং বাইয়োর ছেলে কেতাব আলী ওরফে অংশে (৫৮), মৃত. আলম ফকিরের ছেলে রাহাত ফকির (১৯), মতিউর রহমানের ছেলে মো: রাকিব মৃধা (১৯), মালেক পহলানের ছেলে রাজু (১৯)। উভয়ই সদর উপজেলার ছোট তালতলী এলাকার বাসিন্দা।
বুধবার (০২ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে ৯ নং এম বালিয়াতলীর বড় বালিয়াতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান।
তিনি বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস.আই মোঃ মোশারেফ হোসেনের নেতৃত্বে ৪৫ লিটার অবৈধ চোলাই মদসহ তাদের আটক করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য ছিলো ৩৬ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৪(ক)/৪১ ধারা অনুযায়ী এ ব্যাপারে বরগুনা সদর থানায় একটি মামলা করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হাজির করলে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।