বরগুনায় সিপিবির সম্প্রীতি সমাবেশ

হিমাদ্রি শেখর কেশব

সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে এবং নির্বিঘ্ন ও ভীতিমুক্ত পরিবেশে সকল সম্প্রদায়ের মানুষের উৎসবের অধিকার নিশ্চিত করার দাবিতে শনিবার এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বরগুনা জেলা কমিটি।

সিপিবি বরগুনা জেলা কমিটির সভাপতি কমরেড আলতাফ হেসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নাজমুল আহসান রাসেল, জাকির হোসেন জুয়েল, মিজানুর রহমান কিচলু , বীর মুক্তিযোদ্ধা কমরেড গাজী মোতালেব।

সমাবেশে বক্তারা প্রত্যেকটা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার বিচারের দাবি জানান। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে হয়, তার জন্য কঠোর নিরাপত্তা ও প্রত্যেকটা পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপের নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.