স্টাফ রিপোর্টার
বরগুনার মাইঠা মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার মিলনায়তনে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে জেলা তথ্য বিভাগের উদ্দ্যোগে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্দ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, পটুয়াখালীর তথ্য উপ-পরিচালক অনিমেষ হাওলাদার, জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, বরগুনা প্রেসক্লাব’র সভাপতি আ্যাড. সঞ্জীব দাস।
পরে তিনি বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে সকল অপপ্রচারের বিরুদ্ধে বরগুনার সংবাদ কর্মীদের ভূমিকা রাখতে হবে বলে অনুরোধ করেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে জনগনের কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তরের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখার আহবান জানান।