স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত জুয়ারি কাবিলা বাদল সহ তিনজন আটক হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে আমতলী পৌরসভার মানিকঝুড়ী এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক করা হয় তাদের।
আটকৃতরা হলেন- আমতলী উপজেলার আব্দুস সোবাহান এর ছেলে বাদল হাওলাদার ওরফে কাবিলা বাদল(৩৯), বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের আব্দুল আজিজ পহলানের ছেলে মাসুম পহলান (২৮) ও কলাপাড়া পৌরসভার আবুল কাশেম হাওলাদার এর ছেলে মোঃ আব্বাস হাওলাদার।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলীর মানিকঝুড়ি এলাকা থেকে কুখ্যাত জুয়ারি কাবিলা বাদল সহ ৩ জনকে জুয়ার সরঞ্জামাদি ও নগদ টাকা সহ আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ইতোমধ্যে তিনজনকেই বিজ্ঞ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ নির্মুলে ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।