বরগুনায় উদীচীর নাট্যকর্মী লিটনের মৃত্যুতে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরগুনা জেলা সংসদের সাবেক নাট্য সম্পাদক আতিকুর রহমান লিটনের মৃত্যুতে সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে স্মরণ সভা করা হয়েছে।

উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা করেন, বরগুনা উদীচীর প্রথম আহবায়ক খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চিত্তরঞ্জন শীল, বরগুনা থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মো. মুনিরুজ্জামান, উদীচীর সহসভাপতি সেলিম রেজা, জেলা উদীচীর সহসভাপতি ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা উদীচীর সহসভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবুল সাহা, খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, উদীচীর সহসভাপতি সুমন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, খোকন কর্মকার প্রমুখ।

উল্লেখ্য উদীচী বরগুনা জেলা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন গত ১৪ মার্চ রাতে ইন্তেকাল করেছেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.