বরগুনার পৌর সুপার মার্কেটের পিছনে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার

বরগুনা পৌর সুপার মার্কেটের পিছনে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ১১ টার দিকে একটি জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী জাহিদ নামের এক ব্যাংক কর্মকর্তা।

আগুনে প্রায় ১৭০ টি দোকান ঘর পুড়ে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, বরগুনা সদর পুলিশ, ডিবি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর মালিক সমিতির সদস্য, এম্বুলেন্স সমিতির সদস্য, উৎসর্গ, সামাজিক সংগঠন দুর্বার ও সাধারণমানুষ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ওই সময় প্রায় পাঁচ জন গুরুতর আহত হয়ে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পাইকারি কাপড় বিক্রেতা আব্দুল সালাম বলেন, আমাদের প্রত্যেক দোকানে কোটি টাকা মূল্যের মালামাল ছিল সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে আমাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো না।

ফায়ার সার্ভিসের জাহাঙ্গীর আলম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের পটুয়াখালী ও বরগুনা জোনের‌ এডি জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে বরগুনা ও পটুয়াখালীর মোট পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতির পরিমাণ ও এর সূত্রপাত জানা যাবে। এই মুহূর্তে কোন তথ্য দেয়া যাচ্ছে না।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.