বরগুনায় সিএসও এবং যুবদের রিফ্রেসার্স ট্রেইনিং

স্টাফ রিপোর্টার

জেন্ডার এবং সামাজিক অন্তর্ভূক্তি বিষয়ের উপরে সিএসও এবং যুবদের রিফ্রেসার্স ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮জুন) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত জাগোনারী পাঠশালায় বরগুনা ডরপ ওয়াশ এসডিজি প্রোগ্রাম’র আয়োজনে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

জেন্ডার এবং সামাজিক অন্তর্ভূক্তি বিষয়ের উপরে সিএসও এবং যুবদের রিফ্রেসার্স ট্রেইনিং এ প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সাংবাদিক জাকির হোসেন মিরাজ।

এ প্রশিক্ষণে বিভিন্ন সংগঠনের ২১ যুব সদস্য অংশগ্রহণ করেন।

বরগুনা ডরপ জেলা সমন্বয়কারী এ এন এম আশরাফ উদ্দিন কর্মশালায় জেন্ডার এবং অন্তর্ভুক্তি সম্পর্কিত কি ধরনের জ্ঞান এবং দক্ষতা, জেন্ডার সমতা এবং ন্যায্যতা, জেন্ডার এর উপর ভিত্তি করে নারী এবং পুরুষের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য, জেন্ডার সম্পর্কিত বাধা, জেন্ডার সম্পর্কিত বৈষম্য/অসমতা বা অন্যায়, জেন্ডার বৈষম্য প্রান্তিক জনগোষ্ঠী চিহ্নিতকরণ বাধা সমূহ সার্বজনীন অংশগ্রহণের নকশা তৈরি করন ও বিভিন্ন কিশোর-কিশোরীর জটিলতা নিয়ে গল্পের মাধ্যমে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয় সম্পর্কে আলোচনা করেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.