স্টাফ রিপোর্টার
“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২২ উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে সোমবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান।
উপবিভাগীয় প্রকৌশলী মোঃ হাদিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, বরগুনা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়ে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারাবিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং মানব সভ্যতার ভবিষ্যৎ ক্রমবিকাশের ক্ষেত্রে এ দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।