স্টাফ রিপোর্টার
বরগুনায় প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করা সংগঠন বিসমিল্লাহ ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় মানুষ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) রাত ০৮টার দিকে পৌর শহরের মধ্যে থাকা অধিকাংশ অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাগর জানান, প্রতি মাসে বিভিন্ন অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে সংগঠনের সদস্যদের অর্থায়নে তৈরিকৃত খাবার বিতরণ করে থাকি। ফলে অসহায় এই শিশুদের মুখে কিছুটা হলেও হাসি ফুটে উঠে।
তিনি আরো বলেন, আমাদের এ শহরে যারা বিত্তবান রয়েছেন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে; তারা কোনো না কোনোভাবে এমন ছোট ছোট উদ্যোগ গ্রহণ করলে ক্ষুধার্ত মানুষগুলো অনাহারে ভুগবে না।

পথশিশুদের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, মর্ডাণ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল লতিফ, আল-রাজী ক্লিনিকের ম্যানেজার মনজুরুল আলম, বিসমিল্লাহ ব্লাড ফাউন্ডেশন’র উপদেষ্টা মনিরুল ইসলাম মনির, সম্বনয়ক মোঃ আলিম, সহ-সভাপতি মোঃ আজীম, সাংগঠনিক সম্পাদক রিসান, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস মনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবিক সংসদের সভাপতি হেদায়েত উল্লাহ, ব্লাড ফাউন্ডেশন অন্যান্য সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর জাতীয় সেচ্ছায় রক্ত দান দিবস উপলক্ষে পথশিশু ও অসহায় মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে।