জাহিদুল ইসলাম মেহেদী
বরগুনা বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরের মাছ ও গাছ থেকে নারিকেল চুরি মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উত্তর কাকচিড়া গ্রামের মৃত গোঞ্জে আলী প্যাদার ছেলে মোঃ শাহ আলম(৫৫) এর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ ছালাম হাওলাদার (৪৫) এর দীর্ঘ দিন থেকে বাড়ির জমি বন্টনের বিরোধ চলছিল।
শাহ আলমের পুকুরের মাছ ও নারিকেল গাছ থেকে নারিকেল চুরির দায়ে বামনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের ১৮ এপ্রিল সোমবার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় মোঃ সালাম হাওলাদারসহ তার আত্মীয়-স্বজন ও দরিদ্র পাড়া প্রতিবেশী মোট ৩ জনকে আসামি করা হয়। এছাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আসামিদের অধিকাংশই দরিদ্র। থানা পুলিশের ভয়ে তারা স্বাভাবিকভাকে কাজকর্ম করতে পারছে না।
মামলার সুলতান হাওলাদার জানান, মামলার বাদী শাহ আলম হাওলাদার বিভিন্ন সময় আমার পরিবারকে সদস্যদের উপর হামলার চালায়। তার বিরুদ্ধে ২০১১ সালে বামনা থানায় একটি সাধারণ ডায়েরি করি। সম্প্রতি একটি (পরিত্যক্ত) নর্দমাকে পুকুর বানিয়ে মাছ চুরির অভিযোগে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। সত্যিকার অর্থে এই নর্দমায় ( পুকুর) বিগত ২০ বছরেও কোন মাছ চাষ করে নেই। পরিত্যক্ত পুকুরে মাছ না থাকার পরেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন যা ইতিমধ্যে স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান অবগত আছেন। মাছ চুরির কোন ঘটনা ঘটে নাই।অপরদিকে মামলার বাদী শাহ আলম হাওলাদার বলেন, মামলায় যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এগুলো সত্য ঘটনা। এখানে মিথ্যার কিছু নাই।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বশির আলম জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। কেউ যদি লিখিত অভিযোগ করে আমরা তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।