স্টাফ রিপোর্টার
বরগুনায় অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে দুই জন আটক হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৩০ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টা ১০ এর দিকে সদর উপজেলার পাশের ভাঙ্গা এলাকা থেকে মৃত সফেজ উদ্দীনের ছেলে মোঃ সোহরাব বেপারী (৫০)’র থেকে ১শ’ পিস ও ওই দিন রাত ১০ টা ৫৫’র দিকে বড় লবণগোলা গ্রামের আব্দুল মান্নান এর স্ত্রী মোসা: রুমা আক্তার (২৫)’র থেকে ২শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা। এদের প্রত্যেকের বিরুদ্ধেই বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রোজ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে সোহরাব বেপারী ও রুমা আক্তার কে হাতেনাতে অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আইনি সকল প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। একই সাথে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।