দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশন আজ ৩০ জুন পেলো পূূর্ণাঙ্গ রূপ।
এ উপলক্ষ্যে বরগুনা প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশবের আয়োজনে বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে রাত ৮ টার দিকে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা।

টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, সাবেক সভাপতি জহিরুল হাসান বাদশা, জাকির হোসেন মিরাজ, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এড. মোস্তফা কাদের, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক জয়দেব রায়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ স্বপন দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম টিটু, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, দীপ্ত টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুমন খান, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ ও বরগুনা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা গ্লোবাল টেলিভিশনের এই শুভ যাত্রাকে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন।