নবীজীকে নিয়ে কুটক্তি করায় বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ইসলামী আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ, বরগুনা জেলা শাখা সহ সর্বস্তরের মুসলমানরা।

শুক্রবার জুমার নামাজবাদ বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেট এর সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় মুসুল্লিরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান। আগামী দিনে ইসলাম নিয়ে কটুক্তি করলে ঈমানী দায়িত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানান। একই সাথে ভারতের সকল ধরনের পণ্য বর্জনের অনুরোধ করেন ওলামায়ে কেরামগণ।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.