মহিউদ্দিন অপু
বরগুনায় নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নের কালীবাড়ি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিন সন্তানের জননী মৃত নাজমা বেগম আমতলীর গুলিশাখালি ইউনিয়নের কালীবাড়ি গ্রামের ইসমাইল হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নাজমার মেজো ছেলে রেজাউলের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে নাজমা ঝুলছে। পরে আমতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাজমার ছেলে রেজাউল বলেন, সকালে ভাত খেয়ে মাঠে গরুর জন্য নাড়া আনতে যাই। মাঠ থেকে ফিরে ঘরে এসে দেখি মা আড়ার সাথে ঝুলছে। পারে চিৎকার দিলে আশেপাশের মানুষ ছুটে আসে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।