পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কুয়াকাটা পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।
এ সময় কুয়াকাটা নৌ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আবাসিক হোটেলগুলো হল- পাঁচতারা, শুকতারা, সিলভার ক্রাউন ও বেনামী একটি হোটেল।
এছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় পাঁচতারা হোটেল অ্যান্ড রেস্টেুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী বলেন, কুয়াকাটায় ব্যাপক পর্যটক আসছেন। তারা যাতে কোনোভাবে প্রতারিত না হন, সেজন্য কাগজপত্রবিহীন ও নিম্নমানের খাবার সরবরাহকারী অসাধু হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।