স্টাফ রিপোর্টার
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দকে ভাগ করে নিতে ঈদ স্বপ্ন পূরণে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এক ভিন্নধর্মী কাজের অংশ হিসেবে ঈদ আনন্দের আয়োজন করেছে। সংগঠনটির যাত্রা শুরুর দ্বিতীয় ঈদ; ঈদ-উল-আযহা।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে পঞ্চাশটি পরিবারকে সাথে নিয়ে ঈদ-উল-আযহা’র আনন্দকে ভাগ করেছে এই সংগঠনটি। গরীব, অসহায় ও পথশিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে সংগঠনটির ছোট্ট শিশুরা কোরবানির মাংস বিতরণ করছেন। কেবল ১ কেজি মাংস দিয়ে নয়, এর সাথে দিয়েছেন ১ কেজি পোলাও চাল, আধা লিটার তেল, ১ কেজি পিঁয়াজ।
সাবলীল সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে পথ চলতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ইতোমধ্যে বেশ কিছু লক্ষণীয় কাজ করতে দেখা গেছে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনটির।
ঈদ-উল-ফিতরে দিয়েছেন ষাট জনের মধ্যে পুরুষের জন্য পাঞ্জাবী ও মহিলাদের জন্য শাড়ি। আর প্রদানকৃত সকল পণ্যের অর্থ এই কচিকাঁচা শিশুদের জমানো টাকা ও উন্নয়নশীল মানুষের দেয়া আর্থিক সহায়তা থেকেই ব্যায় করা হয়।