স্টাফ রিপোর্টার
বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের উওর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষককে ক্লাশ চলাকালীন সময়ে প্রকাশ্যে হাতের কব্জি কেটে নেওয়ার হুমকির অভিযোগে বামনা থানাকে তদন্তের নির্দেশ দিলেন আদালত।
অভিযোগ সুত্রে জানা যায়-পছন্দের লোককে স্কুল কমিটির সভাপতি পদে মনোনয়ন তালিকায় এক নম্বরে না রাখলে প্রধান শিক্ষক হাসানুল কবিরের হাতের কব্জি কেটে দেয়া হবে বলে হুমকি দেন স্থানীয় মৃত মৃজে আলী হাওলাদারের ছেলে -জিয়া উল আহসান (মহুরি)। পরে এ হুমকির প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন স্কুল শিক্ষার্থীগন।
বৃহস্পতিবার (১২ মে) সকালে বামনা থানাকে তদন্তের জন্যে নির্দেশ প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (বামনা) মোহাম্মদ রাসেল মজুমদার।
গত মঙ্গলবার হুমকির অভিযোগে বামনা থানায় সাধারণ ডায়েরি করেন উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল কবির।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জিয়াউল আহসান সহ তিন জন স্কুল চলাকালীন সময় স্কুল ভবনের দোতালায় এসে জিয়াউল হাসান প্রধান শিক্ষককে বলেন, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নাম এক নম্বরে না রাখলে তোর হাতের কব্জি কেটে ফেলবো। এটা আমার মায়ের দুধের কসম। এরপর তিনি হুমকি দিয়ে চলে যান।পরে এ বিষয়ে প্রধান শিক্ষক হাসানুল কবির বামনা থানায় একটি সাধারন ডায়েরি ( জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল কমিটির পরিচালনা পরিষদের জন্য স্থানীয় বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা আলাদা ডিও লেটার প্রদান করেন । এই দুই এমপির জাতা কলে আজ পৃষ্ঠ স্কুল শিক্ষক। হুমকিতে রয়েছে অত্র স্কুলের শিক্ষার্থীগন। বর্তমানে ওই এলাকায় আতংক বিড়াজ করছে।
উল্লেখ্য- গত মঙ্গলবার (১০ মে) বামনার উওর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডক কমিটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে স্থানীয় জিয়াউল আহসান প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, তার পছন্দের লোককে সভাপতি না বানালে হাতের কব্জি কেটে নেওয়া হবে। পরে ওই স্কুলের প্রধান শিক্ষক হাসানুল কবির বামনা থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন।
তরিকুল ইসলাম রতন
বরগুনা জেলা প্রতিনিধি।
তারিখ -১২/০৫/২২ ইং
মোবাঃ ০১৭৬৩৬৩৩৬০৭