দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি SOD-২০১৯ এর আলোকে দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এসময় রিসোর্স পার্সন হিসেবে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এম আইএম-চ.দা.) নিতাই চন্দ্র দে সরকার দুর্যোগ ব্যবস্থাপনার উপরে বিস্তর আলোচনা করেন।

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন।

দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে সরকারি বেসরকারি দপ্তরসমূহের কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ ও আন্তঃপ্রতিষ্ঠানের সমন্বয় অপরিহার্য। যে কোন দুর্যোগে স্থানীয় জনগোষ্ঠীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। স্থানীয় পর্যায়ের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সফলতা বহুলাংশে স্থানীয় সংস্থা/সংগঠনের উদ্যোগ ও সমন্বয় এর উপর নির্ভর করে।

স্থানীয় পর্যায়ের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সকলের সমন্বিত অংশগ্রহণ দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করতে কার্যকর ভূমিকা রাখে।

এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ প্রতিরোধ, ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, সাড়াদান ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করে থাকে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.