বিষখালী নদী থেকে ১৬০ কেজি হাঙরসহ ৯ জেলে আটক


শফিকুল ইসলাম খোকন :

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, বিষখালী নদী থেকে এফবি আল মেহেদী নামে মাছ ধরা একটি ট্রলার নিষিদ্ধ মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করা হয়েছে।

এসময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা করে নিষিদ্ধ মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.