পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা এলাকায় আজ রোববার (৩ এপ্রিল) সকালের দিকে বলেশ্বর নদের পাড়ে এক নবজাতকের মরদেহ দেখতে পায় জেলেরা।
পরে জেলেরা ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় জানায়। প্রত্যক্ষদর্শী ইব্রাহিম সাওজাল, ইউসুফ মিয়া সহ একাধিক ব্যক্তি জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরার জন্য বলেশ্বর নদের দিকে যাওয়ার সময় শিশুর মতো ভাসতে দেখা যায়, কিছুক্ষণ পর ভাটায় পাড়ে আটকে গেলে কাছাকাছি গিয়ে এক মেয়ে নবজাতকের মরদেহ বলে নিশ্চিত হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এরকমের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কাছাকাছি অথবা দূর থেকে ট্রলারে করে নিয়ে এখানে কেউ ফেলে রেখে গেছে।
Spread the love