এম.এস রিয়াদ
এ যেন কয়েক যুগের কালসাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে সিলেটের পানিবন্দি দৃশ্য। আহাজারি আর আর্তনাদে চারদিক কম্পিত হচ্ছে। পানির স্রোত দেখলে আর সিলেটবাসীর আহাজারি শুনলে চোখের পানি আপনাআপনি পড়ে যায়।
তাই দেশের বিভিন্ন অঞ্চল সিলেটবাসীর পাশে দাঁড়াতে চায় সাধ্যানুযায়ী। সে বিবেচনায় বরগুনায় অর্থ উত্তোলন শুরু করেছে জেলা যুব রেড ক্রিসেন্ট।
আলাদা আলাদা টিম শহরের বিভিন্ন প্রান্তে হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীর আর্তনাদ পৌঁছে দিচ্ছে বরগুনার মানুষের মাঝে।
বরগুনাবাসিও এগিয়ে এসেছেন যার যার জায়গা থেকে। কেবল শহর নয়, উত্তোলন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও। অর্থ দিয়ে সহযোগিতা করছে রিকশাচালক ভ্যানচালক সহ সকলে।
আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা গেছে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের। বাক্স হাতে যাচ্ছেন এক দরজা থেকে অন্য দরজায়। কেউ কেউ বাক্সের গায়ে লেখা দেখেই অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আবার কাউকে বলে বোঝাচ্ছেন।
“সিলেটবাসীর পাশে দাঁড়াতে চাই আমরা যোগান দিতে চাই দু’মুঠো খাবারের”; এমন কথাকে প্রাধান্য দিয়ে সিলেটবাসীর পাশে জেলা যুব রেড ক্রিসেন্ট এর মাধ্যমে খাবার পৌঁছে দিতে চান বরগুনাবাসী।
এ বিষয়ে যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান মোঃ মেহেদী হাসান মূসা বলেন, সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে চায় অনেকেই। তুলে দিতে চান যার যার সাধ্যানুযায়ী দু’মুঠো খাবার। এমন মানুষের মনের চাওয়াকে বাস্তবায়িত করতে আমরা জেলা যুব রেড ক্রিসেন্ট বাক্স হাতে নেমেছি শহর ও শহরতলীতে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই চাহিত অর্থের যোগান নিয়ে দাঁড়াতে পারব সিলেটবাসীর পাশে।