পুলিশ তেল খরচ চাইলে ট্রিপল নাইনে কল করার অনুরোধ- রাজশাহী রেঞ্জ ডিআইজি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেছেন, পুলিশ যদি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেল খরচ চায় তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯ (বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস) -এ কল করুন। অথবা আমাদের জানান।

সোমবার (১৮ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ি ও ডিজিটাল নিরাপত্তার আওতায় উপজেলার সর্বত্রই বসানো সিসি টিভি ক্যামেরার আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় ডিআইজি আব্দুল বাতেন আরো বলেন, দেশের বিভিন্নস্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম বৃহদাকারের নিরাপত্তামূলক সিসি টিভি বসানো হলো জয়পুরহাটের পাঁচবিবি থানায়। দেশের সীমান্তবর্তী এ উপজেলা ইতোমধ্যেই সিসি টিভি’র আওতায় আসায় কমেছে মাদক ও মানব পাচার, চোরাকারবারী, খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ। এটি সফল হলে দেশব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে।


সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় অবস্থিত জেলার তৃতীয় ও নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টুসহ পুলিশ কর্মকর্তা।


পরে পাঁচবিবি থানার নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর বেশ কয়েক মাস আগে থেকে উপজেলার সম্পূর্ণ এলাকা ডিজিটাল নিরাপত্তার আওতায় এনে বসানো হয় সিসি টিভি ক্যামেরা।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.