সিনিয়র রিপোর্টার
বরগুনা জেলা শহরের খাস কাচারি সংলগ্ন খাস পুকুরটি নিরাপদ জলাশয় বাস্তবায়ন সংক্রান্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউকেএআইডি পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় বরগুনার মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।
অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মোস্তফা কাদের।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু’র সঞ্চালনায় ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান।
গোলটেবিল বৈঠকে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।