স্টাফ রিপোর্টার
“সাক্ষরতা শিখন, ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২২ উদযাপন করেছে সংগ্রাম।
সংগ্রাম’র উদ্যোগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বরগুনার শহীদ স্মৃতি সড়কে অবস্থিত সংগ্রাম প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা শিক্ষা নেটওয়ার্কের সভাপতি ও চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন’র বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু।
বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সনাক’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব ফকির,
সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধুরী মোঃ মাসুম।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন’র সভাপতিত্ত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগ্রাম’র পরিচালকবৃন্দ, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে সাক্ষরতার হার বাড়াতে পাশে থাকা ব্যক্তিটিকে দিয়ে শুরু করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। শিখাতে হবে জানতে, শিখতে ও লিখতে। পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি না হলে কখনোই সঠিক শিক্ষা পাবে না শিক্ষার্থীরা। তাই শিক্ষার মানদন্ড ঠিক রাখতে সকল অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিক্ষকদেরও আশানুরূপ শিক্ষা দেওয়ার অনুরোধ জানান।