বরগুনায় এনসিটিএফ শিশুদের সাথে জেলা প্রশাসকের গণশুনানী অনুষ্ঠিত

খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

আজ সোমবার (১৩মে) সকাল ১০ টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমিতে বরগুনা সিবিডিপি ওয়াই মুভ প্রোজেক্টের আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ন্যশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ এর শিশুদের সাথে জেলা প্রশাসকের গণশুনানী অনুষ্ঠিত হয়।

সিবিডিপি’র নির্বাহী কমিটির সভাপতি চিত্ররঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।

এনসিটিএফ সাবেক সভাপতি উম্মে হাবিবা রুপার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক সহিদুল ইসলাম, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার আশিক ফকির, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, আরডিএফ পরিচালক মোঃ এনামুল হক, চ্যানেল ২৪ বরগুনা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহ প্রমুখ।

গণশুনানীতে ববরগুনা জেলার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে শিশুরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা সম্ভাবনা সুপারিশগুলো তুলে ধরেন। এর মধ্যে বিদ্যালয় শিক্ষক সংকট, রাস্তা চলাচলের বেহাল দশা, বিদ্যালয় অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়ে ল্যাভ থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না, শিশু পার্ক নির্মাণ,স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন, গাছ কাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ,কলেজের বাউন্ডারি দেওয়া স্থাপন, মাদক বিরুদ্ধে জিরো টলারেট ঘোষণা, পৌরসভার বজ্রন নির্দিষ্ট স্থানে ফেলানো, নির্বাচনে শিশুদের ব্যবহার বন্দে পদক্ষেপ গ্রহণ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে টাস্ক ফোর্স গঠন,শিশুশ্রম ও অপ্রাপ্ত বয়সে গাড়ি চালানো বন্ধ কার বিষয় পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে শিশুরা তাদের দাবিগুলো তুলে ধরেন।

কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লানন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ববরগুনা জেলার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.