স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ১০০ পিস ইয়াবাসহ সাইদুল বয়াতী (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়। সাইদুল বয়াতী আমতলী উপজেলার দক্ষিণ আমতলী এলকার মোস্তফা বয়াতীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কের খুড়িয়ার খেয়া ঘাট এলাকার কাজল মৃধার স্ব-মিলের পশ্চিম পাশ থেকে সাইদুলকে আটক করা হয়। এসময় তার সাথে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ (৩০) হাজার টাকা। এক একটি ইয়াবা ১০ (দশ) গ্রাম।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইদুল বয়াতীকে আমতলী উপজেলার খুড়িয়ার খেয়া ঘাট থেকে আটক করি। এই ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মাদক উদ্ধারে অভিযান তৎপরতা বৃদ্ধি রয়েছে। মাদক মুক্ত জেলা ঘোষণা করতে ডিবি পুলিশের প্রতিটি সদস্য বদ্ধ পরিকর বলেও জানান এই ডিবি কর্মকর্তা।