হাসপাতালের ছাদ ভেঙে রোগী আহত, হাসপাতাল পরিত্যক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে আব্দুস ছালাম (৬০) নামে এক রোগী আহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোজ নিয়ে যানা গেছে, দুর্ঘটনায় আহত আব্দুস ছালাম শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ সরকার বলেন, ইতোমধ্যে হাসপতালের পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। তাও কিছুটা পলেস্তারা পড়ে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালের অন্য কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনটি হাসপাতালের এ ভবনটি অনেক পুরনো। এটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলছে। আশা করি, কিছুদিনের ভেতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করা হবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.