স্টাফ রিপোর্টার
বরগুনা এনজিও ফেডারেশন (এফএনবি)’র সাধারণ সভায় সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেনকে সভাপতি ও ব্রাক’র জেলা সমন্বয়ক মারুফ পারভেজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগ্রাম প্রধান কার্যালয়’র হলরুমে আয়োজিত এনজিও ফেডারেশন’র বার্ষিক সাধারণ সভা ও জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
বরগুনায় ৮৭ টি এনজিও নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন ভাবে অবদান রেখে চলেছে।
এ সকল এনজিওগুলো একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখে এফএনবি প্ল্যাটফর্মে ২২ টি এনজিও কমিটিভুক্ত হয়েছে। পাঁচ বছর আগেই এই কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার কারণে নতুন ভাবে বার্ষিক সাধারণ সভা আয়োজনের মাধ্যমে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটি গঠনের প্রাক্কালে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা অন্বেষা’র নির্বাহী পরিচালক শামসউদ্দিন খান।
আয়োজিত সাধারণ সভায় ১২ টি এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।