স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ত্রিশ পিস ইযাবাসহ মো: মোতালেব মৃধা (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তালতলী উপজেলার বড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোতালেব তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মৃত ওমর আলী মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান।
তিনি বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে বড়পাড়া এলাকার জাফর মেম্বারের বড়ির সামনে থেকে মোতালেবকে ত্রিশ পিস অবৈধ মাদক ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। জব্দকৃত ত্রিশ পিস ইয়াবার বর্তমান বাজার মূল্য অনুমান ৯ হাজার টাকা।
আটকৃত মোতালেব’র বিরুদ্ধে তালতলী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাদক কারবারী ও গ্রহনকারীদের তালিকা অনুযায়ী সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। এর বাইরেও গোপন তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এমন তথ্য জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।