পাথরঘাটায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার

পাথরঘাটার হাতেমপুরে সংগ্রাম’র আয়োজনে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় বুধবার (১৫ জুন) সংগ্রাম হেল্থ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।


সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।


বিশেষ অতিথি ছিলেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডা. বেনজির বুশরা, চৌধূরী মাসুম কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জাকির হোসেন।


এসময় বক্তব্য রাখেন, সংগ্রাম’র এরিয়া ম্যানেজার মো. জাকারিয়া, সংগ্রাম বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির ডা. আমিনুল হক বাবু, মো. মিজানুর রহমান এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ক্যাম্প সুপারভাইজার কাজী মিজানুর রহমান।


চক্ষু ক্যাম্পের মাধ্যমে ৩১২ জন রোগিকে সেবা দেয়া হয়। একই সঙ্গে ৫২ জন রোগিকে ছানী অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। এসকল চক্ষু ছানী রোগিদের অপারেশনের জন্য বরিশালে নিয়ে যাওয়া হবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.