দীর্ঘসময়ের অবসান ঘটিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ ইংরেজি বিভাগের চার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

একটি মাত্র শব্দ গোটা বিশ্বকে দমিয়ে রেখেছিল, ঘটিয়েছে সকল কাজের অবসান। বন্ধ হয়ে গিয়েছিল সচল চাকা। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা নামক ভাইরাস কেড়ে নিয়েছে কোটি প্রাণ, করে দিয়েছে জীর্ণশীর্ণ।

শিক্ষাঙ্গন হয়েছিল শূন্যতায় পরিপূর্ণ। ২০২০ সালে সম্মান পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে পরীক্ষা চলতি বছরে শুরু করে শেষ করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি।

কামরুন্নাহার সাথী

শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের বিরতির অবসান ঘটিয়ে শিক্ষাঙ্গনে ফিরতে পেরে শিক্ষার্থীরা এখন বিদ্যা গ্রহণে ব্যস্ত সময় পার করছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এখন সকল শিক্ষা প্রতিষ্ঠান।

এরইমধ্যে দীর্ঘ বছরের পড়াশোনার ইতি টেনেছেন অনেকেই। তবে বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের চার শিক্ষার্থী প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ব্যাচেলর অফ আর্টস (সম্মান) শেষ করেছে।

ফারজানা আফরিন মিলা

প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ২০১৬-১৭ শিক্ষা বর্ষের চার শিক্ষার্থীরা হলেন- মোঃ বেল্লাল হোসেন, কামরুন নাহার সাথী, ফারজানা আফ্রিন মিলা ও জান্নাত আরা লিয়া।

বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাফিজুল হক জানান, বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগ থেকে বিগত বছরগুলোতে প্রথম শ্রেণীতে অনেকেই উত্তীর্ণ হয়েছেন।

তবে কোভিড-১৯ প্যানডেমিক এর কারণে দীর্ঘসময়ের আটকে থাকা পড়াশোনা স্বল্প সময়ে শুরু করে যে চারজন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে সম্মান শেষ করেছে, তারা সত্যিই প্রশংসার দাবিদার। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অনন্য সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত।

তিনি সকল শিক্ষার্থীর মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.