আগামি কাল জমিসহ ঘর হস্তান্তর করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা


স্টাফ রিপোর্টার


বরগুনা জেলার ছয় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ প্রায় শেষ পথে। এরমধ্যে সদর উপজেলার খাজুরতলায় ১১ দশমিক ৪৫ একর জমিতে নির্মিত হচ্ছে ৩২৯টি ঘর। আমাদের আরও ১৫০টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়ন হলে এটিই হবে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ কেন্দ্র। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি বলে জানালেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।

আগামিকাল ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার ৪১১ জন সুবিধাভোগীকে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রোববার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বরগুনার ৬ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান। প্রথম পর্যায়ে ২৩২টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩ টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

এরমধ্যে আগামী ২৬ এপ্রিল সদর উপজেলার খাজুরতলায় ৩২৯ টি জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবেন।

জেলা প্রশাসক বলেন, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ২ লাখ ৯৩ হাজার ৩৬১ জনের তালিকা প্রস্তুুত করা হয়। এরমধ্যে বরগুনায় ২ হাজার ৪০৯টি পরিবারকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকা যাচাই বাছাই ও হালনাগাদ করার লক্ষে উপজেলা টাস্কফোর্স কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাজুরতলার জমিসহ ৫০টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ হিন্দু পরিবার।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.