প্রিয়তমেষুর প্রেম
আমার কবিতার মাঝে
আঁকড়ে রেখেছি তোমাকে
তোমার প্রেম তোমার উৎসাহ-উদ্দীপনা
সর্বকালের সুখ।
রেখেছি যতনে
অতীব সংগোপনে
মনের মাধুরী দিয়ে
প্রিয় বাংলায় ছন্দে ছন্দে
প্রিয়তমেষুর প্রিয় মুখ।
আমার কবিতার মাঝে
তোমাকে রেখেছি সাজিয়ে
কখন বিষাদে কখনো আনন্দে
কখনো সিক্ত সজলের
সমস্ত হিয়া জুড়ে।
ভুলিনি কিছু
শত ঘাত-প্রতিঘাতে
ভুলবো না আমরণ
রবে হৃদয়ে তন্ত্রীতে
আমারি আঙিনা জুড়ে।
আমার কবিতার শুরুতে তুমি
মধ্যমা তুমি, আদিতে তুমি অন্তে তুমি
রবে সদা বহমান;
তোমার বীণে কবিতা
নহে সার্থক, নহে ফলপ্রসূ
নহে জীবন্ত
নহে সে মুক্তির ফরমান।
Spread the love