স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ’র অভিযানে ২০০ পিস ইয়াবাসহ জসিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪০ এর দিকে জেলার আমতলী উপজেলার হাসপাতাল গেইটের সামনে থেকে জসিমকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত জসিম তালতলী উপজেলার ছোট বগি ইউনিয়নের মৃত জলিল ফকিরের ছেলে।
আটককৃত জসিমের থেকে পাওয়া ২০০ পিস ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে ধারণা ডিটেক্টিভ ব্রাঞ্চের।
২০০ পিস ইয়াবাসহ জসিম ফকিরের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান।
তিনি বলেন, এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(০১) সারনীর ক্রমিক নম্বর ১০(ক) রুজু হয়। মামলা নং- ১১, জিআর-১৮৮, তাং ১০/০৯/২০২২ খ্রী.। রবিবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মাদক নির্মূলে ডিবি পুলিশ কাজ করে যাচ্ছে শক্তভাবে। সেখানে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বরগুনা জেলাকে মাদক নির্মূল করতে সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ; এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা।