স্টাফ রিপোর্টার
“সাক্ষরতা শিখন, ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২২।
জেলা প্রশাসনের আয়োজনে ও বরগুনা জেলা শিক্ষা নেটওয়ার্কের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস।
সাংবাদিক হাসানুর রহমান ঝন্টুর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ মিয়া, বরগুনা সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম, সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাহফুজা বেগম, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সাবেক সভাপতি ও ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়’র অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ রব ফকির, বরগুনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মামুন অর রশিদ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক চিত্ত রঞ্জন শীল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে পারিবারিকভাবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার মান অক্ষুণ রাখতে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন। একই সাথে সাক্ষরতার হার বাড়াতে যে সকল এনজিও কাজ করে যাচ্ছেন তাদের মনিটরিং জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।