স্টাফ রিপোর্টার
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে ১৫২ জন নারী, পুরুষ ও শিশু মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। সংগ্রাম বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ জুন) মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মো: মোর্শেদুল ইসলাম সজীব এই ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্পে সাধারণ চিকিৎসা প্রদান করেন সংগ্রাম হেল্থ কেয়ার সেন্টার’র এমবিবিএস ডা. আল হাসিব ও তার টিম। এছাড়াও রোগিদের বিশেষ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা ও চিকিৎসার সাথে সংযুক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য সমৃদ্ধি কর্মসূচির ৩জন স্বাস্থ্য কর্মকর্তা ও ১৬ জন স্বাস্থ্য পরিদর্শক সর্বাত্মক সহযোগিতা করেন।
Spread the love