স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলায়
দুস্থ ও অসহায় নারীদের গাইনী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বরগুনার স্থানীয় ও বরিশাল বিভাগের স্বনামধন্য প্রতিষ্ঠান এনজিও সংগ্রাম’র সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে গত ১৯ সেপ্টেম্বর পাথরঘাটার হাতেমপুরস্থ সংগ্রাম হেল্থ কেয়ার সেন্টার ও ২০ সেপ্টেম্বর বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা বাজারের মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সাইক্লোন শেল্টার) এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পের মাধ্যমে ২৫৩ জন নারী গাইনী বিষয়ে চিকিৎসা পেয়েছেন। পাথরঘাটার হাতেমপুরে এবং বামনার ডৌয়াতলায় ২টি ক্যাম্পের মাধ্যমে এই নারীদের চিকিৎসা প্রদান করা হয়েছে।
উভয় ক্যাম্পে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান চিকিৎসা প্রদান করেন। তাঁর সহযোগি হিসেবে চিকিৎসা প্রদান করেছেন সংগ্রাম হেলথ্ কেয়ার সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা: নিউটন হালদার।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর আর্থিক সহায়তায় সমৃদ্ধি কর্মসূচি সংগ্রাম পাথরঘাটা ও বামনায় এ ফ্রি ক্যাম্প বাস্তবায়ন করে।
গাইনী বিষয়ক এ ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন, সংগ্রাম এর প্রতিষ্ঠাতা চৌধূরী মোঃ মাসুম।
এসময় বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির পরিচালক আমিনুর রহমান, সংগ্রাম সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক মো: মাসউদ সিকদার উপস্থিত ছিলেন।