স্টাফ রিপোর্টার
কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি উপলক্ষে স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউন হল মিটিং সম্পন্ন হয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে আজ রবিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টাউন হল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মনোয়ারা বেগম প্রভা, ডা. মোঃ রফিকুল ইসলাম, ডা. শেখ আসেফ ইবনে ইদ্রিস, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, চিত্ত রঞ্জন শীল, লোকবেতার ৯৯.২ এর স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
দি হাঙ্গার প্রজেক্ট এর বরগুনা জেলা কো-অর্ডিনেটর সজিব হোসেন’র সঞ্চালনায় দি হাঙ্গার প্রজেক্ট এর চলমান কর্মসূচি কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মেহের আফরোজ মিতা ও বরিশাল অঞ্চলের এরিয়া কো অর্ডিনেটর (ফোকাল পয়েন্ট) মাহাদী তানভীর।
আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য লিখিত আকারে পেশ করেন। যা দি হাঙ্গার প্রজেক্টের কর্ম ক্ষেত্রে সহযোগিতা করবে বলে মনে করেন সংস্থাটি।