স্টাফ রিপোর্টার
বরগুনা সদর উপজেলার পরীরখালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সংগ্রাম’র ব্যবস্থাপনায় ও ইস্পাহানী ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালনায় সংগ্রাম পরীরখাল শাখায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ চক্ষু ক্যাম্পে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোঃ জান্নাতুন নাঈম।
চক্ষু ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম।
সংগ্রাম পরীরখাল শাখার ম্যানেজার রেজা নজরুল ইসলাম’র সভাপতিত্বে চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদার, ইস্পাহানী ইসলামী চক্ষু হাসপাতালের ক্যাম্প ম্যানেজার মোঃ মিজানুর রহমান।
এ চক্ষু ক্যাম্প এর মাধ্যমে ওই এলাকার ২৪৯ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এসকল রোগীদের মধ্যে ৫৪ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করে বরিশাল ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর বাইরে ২০ জন রোগীর নেত্রনালী সমস্যা চিহ্নত হয়েছে।