স্টাফ রিপোর্টার
সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী , উন্নয়নে যুব সমাজ’র যুব ও প্রবীণদের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ মার্চ) রবিবার সকাল ১০ টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) সংগ্রাম’র আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য, ১১০, বরগুনা-২ শওকত হাসানুর রহমান রিমন। সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনির হোসেন’র সভাপতিত্বে ও সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাসউদ সিকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম, পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি.এম. শাহ্ আলম, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ও পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি চৌধূরী মোহাম্মদ ফারুক, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা থেকে পাঠ, জাতীয় সংগীত ও সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ অনুষ্ঠানে মোট দশজনকে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় মানবিক পিতা ও সন্তানদের হাতে। পাশাপাশি চলতে অসচ্ছল তিনজন বৃদ্ধ-বৃদ্ধাকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও একজন নারী দোকানীকে পনের হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী , উন্নয়নে যুব সমাজ’র যুব ও প্রবীণদের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।