স্টাফ রিপোর্টার
স্বামী বিয়োগ মাহামুদা আক্তার। দুই সন্তানকে নিয়েই তার জীবন চলছে অনেকটা দিন আনে দিন খায় এমনি করে।
সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করবে বলে একটি সেলাই মেশিনের আশায় দরখাস্ত নিয়ে এসেছিলেন বরগুনার জেলা প্রশাসকের কাছে। অথচ জানতেন না সেলাইয়ের কাজ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে এই অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন।
জানা গেছে, জেলা প্রশাসক হাবিবুর রহমান তাকে সেলাইয়ের কাজ শেখার শর্তে মেশিন কিনে দেবেন বলে আশ্বাস দেন। মাহমুদা আক্তার বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানের পরামর্শে যুব উন্নয়নে সেলাইয়ের প্রশিক্ষণে অংশগ্রহণ করে সেলাই কাজ শেখেন এবং সেলাই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট নিয়ে ফিরে আসেন জেলা প্রশাসক কার্যালয়ে। সেলাই কাজ করে মাহমুদা আক্তার যেন তার দুই সন্তান নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন, তাকে যেন আর কষ্ট করে দিন যাপন করতে না হয়, তারই সুব্যবস্থা হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বৃহস্পতিবার তার হাতে তুলে দেন একটি সেলাই মেশিন। মাহমুদা ও তার দুই সন্তানের চোখে যেন আনন্দের কান্না।
সেলাই মেশিন পেয়ে মাহামুদা আক্তার বলেন, যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে সেলাইয়ের কাজ প্রশিক্ষণ গ্রহণ করি। আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছেন হাবিবুর রহমান স্যার। এখন সেলাইয়ের কাজ করে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে।
সেলাই মেশিন বিতরণ উপলক্ষ্যে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাদের সামান্য সহায়তায় একটি পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে। আজকের এই আয়োজন তারই প্রমাণ।