মোস্তাফিজুর রহমান বাদল
পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় জমিজমা বিরোধের জেরে যতীষ নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) নিহতের ভাইয়ের ছেলে জয়দেব বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেশী দিলীপ বিশ্বাসকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর পিবিআইকে আগামী ১৪ জুনের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন- উপজেলার চালিতাবুনিয়া গ্রামের গনেশ বিশ্বাসের ছেলে দিলীপ (৩২), শতীশ হালদারের ছেলে বিমল (৫৫) ও পরিতোষ (৫০), মৃত্যু মোতাহার আলীর ছেলে সোবাহান (৬০), সুভাষ হালদারের ছেলে সঞ্জয় (৩৫), মধু সূদন হালদারের ছেলে সুজন (৪০), গনেশ বিশ্বাসের ছেলে উজ্জল (২৫)।
মামলা সূত্রে জানা যায়, মৃত. যতীষ বুদ্ধি প্রতিবন্ধি লোক হওয়ায় গত বছরে আসামিরা তাকে ভুল বুঝিয়ে একটি ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তার নামে থাকা ডিসিয়ারের জমি লিখে নেয়ার জন্য উপজেলা ভূমি অফিসে ওই স্বাক্ষরিত ষ্টাম্প জমা দেন। বিষয়টি তৎকালীন এসিল্যান্ড রিপন বিশ্বাস টের পেয়ে কানুনগোকে ষ্ট্যাম্প আটকে রেখে তদন্ত করার নির্দেশ দেন।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকার মেম্বার আনোয়ার হোসেন আসামীদের সতর্ক করে দেন। সব কিছু উপেক্ষা করে গত ২৮ এপ্রিল আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে মঠবাড়িয়া সাব রেজিস্ট্রি অফিসে এনে তার নামে থাকা সব জমি ১নং আসামী দিলীপ বিশ্বাসের নামে লিখে নেয়। এতে অভিমানে বুদ্ধি প্রতিবন্ধি যতীষ বিষপানে আত্মহত্যা করেন।
তিনি উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত. জিতেন্দ্র নাথ হালদারের ছেলে।