বেতাগী প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বেতাগী খাস কাচারি মাঠে সাবেক উপজেলা বিএপির সভাপতি শাহজাহান কবিরের নেতৃত্বে সদ্য ঘোষিত জেলা ও উপজেলা কমিটি প্রত্যাহারের দাবী ও বিএপির আন্তর্জাতিক শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লাকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল করে।
অপরদিকে সদ্য ঘোষিত উপজেলা কমিটির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খানের নেতৃত্বে জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করে।
দুই গ্রুপের মিছিল মুখোমুখি হলে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।
এসময় কথাকাটাকাটির জের ধরে চরম উত্তেজনা বিরাজ করলে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করে। এতে পরিস্থিতি শান্ত হয়।
পরে বিএনপি’র শাহাজাহান গ্রুপের নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন এবং সদ্য কমিটির নেতা-কর্মীরা মিছিল দিয়ে বিএনপির কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করেন।
স্থানীয় পুলিশ প্রশাসন পুরো এলাকা জুড়ে টহল জোরদার রেখেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।