শাহাদাত হোসেন মুন্না
বরগুনার বেতাগী উপজেলার খাস মহেশপুর এলাকায় রাস্তার পাশ থেকে সায়েম সর্দার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ।
সোমবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে সায়েম নামের ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের সরদার পাড়া একালার সৈয়দ আলী সর্দারের ছোট ছেলে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে রাস্তার পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। তবে ঘটনাস্থল যেহেতু পার্শ্ববর্তী বাকেরগঞ্জ এলাকার আওতায় তাই আমরা বাকেরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানাই। ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানা পুলিশ ও বেতাগী থানা পুলিশ উভয় গিয়ে লাশ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। লাশের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে তার উপরে এই আক্রমণ করা হয়।