বাস চাপায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় বাসে অগ্নি সংযোগ: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মোস্তাফিজ বাদল

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহনের একটি বাস চাপায় মিলন হাওলাদার (১৮) নামে একাদশ শ্রেণির এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

এঘটনায় বিক্ষুব্দ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া রোহান গাড়ির ওই ড্রাইভারকে গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে প্রায় ৩ ঘন্টা ধরে মঠবাড়িয়ার সাথে পিরোজপুর-বরিশালসহ সব রুটের যান চলাচল বন্ধ ছিল।

পরে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মিক ভৌমক, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ও সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে সড়ক অবরোধ তুলে নেন।

নিহত মিলন তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র ও উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ রুহুল হাওলাদারের একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী রোহান পরিবহন (ঢাকা মেট্টো-ব-১১-০১৬৭) গাড়িটি মঠবাড়িয়ার গুদিঘাটা নামক পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের মাতুব্বর বাড়ির সম্মুখ সড়কে এসে কলেজ ছাত্র মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে টিকিকাটা ইউনিয়ন পরিষদ সম্মুখ এলাকায় বসে বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তুষখালী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, ঘাতক বাসটি কলেজ সম্মুখ দিয়েই বেপরোয় গতিতে যাচ্ছিল। কিছু দূরে যাওয়ার পরেই মিলনকে চাপায় দেয়। তিনি এটাকে পরিকল্পিতি হত্যাকান্ড আখ্যা দিয়ে সঠিক বিচারের দাবী জানান।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাছাড়া এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.