বাংলা নববর্ষে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজন

স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আযোজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি।

বরগুনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে রয়েছে ১৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশু একাডেমী কার্যালয়ে লোকসংগীত (বাংলাদেশের যেকোন অঞ্চলের সংগীত), সকাল সাড়ে ১০ টার দিকে বৈশাখে রং লাগাও মনে যেমন খুশি তেমন সাজো, এই একই আয়োজন শিশু একাডেমির প্রক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য রয়েছে।

পরদিন ১৪ এপ্রিল বৃহস্পতিবার বরগুনার ঐতিহ্যবাহী শিমুলতলা হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শিশু একাডেমির শিশু বিকাশ, প্রাক প্রাথমিক শিক্ষর্থী, সাংস্কৃতিক প্রশিক্ষণার্থী ও শিশুদের অভিভাকবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ওই দিনে সকাল সাড়ে ৮ টার দিকে বৈশাখী মেলা মঞ্চে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনিুষ্ঠিত হবে।

বরগুনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত ১১ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করা হয়েছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.