বরগুনায় শিশু সাংবাদিকদের ফলোআপ প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :

শনিবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে শিশু সাংবাদিকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডিনিউজ এর বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামাল। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, সাংবাদিক আফরিন নাহার মিম।

প্রশিক্ষণে হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বরগুনার ১০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করে। শিশু সাংবাদিকরা হচ্ছে, সাকিব হাসান রুমন, তানিয়া আক্তার ইভা, মো. মুন্না, জিম, আরহাম আবইয়ার, তাহসিনা মিঞাজী খুশি, রবিউল হাসান জিসান, মিম, মার্জিয়া আক্তার বৈশাখী ও মাছুমা।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী বলেন, প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্চনার কথা তুলে ধরবে। তোমরা সঠিক তথ্য তুলে ধরবে। তোমাদের মধ্যে প্রতিভা আছে, প্রতিভার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে। তিনি প্রশিক্ষণের আয়োজকদের ধন্যবাদ জানান।

আরেক অতিথি বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার বলেন, তোমরা প্রশিক্ষণ পেয়ে সাংবাদিক হয়েছো এ সুযোগ কাজে লাগাতে হবে।

প্রশিক্ষণার্থী তানিয়া আক্তার ইভা বলেন, প্রথম প্রশিক্ষণ পেয়ে একটি সংবাদ করেছি। এবার দ্বিতীয়বার প্রশিক্ষণ পেয়ে ভয় কেটে গেছে। অভিজ্ঞতাও বেড়েছে, এখন আর সংবাদ করতে কষ্ট হবেনা।

প্রশিক্ষণার্থী আরহাম আবইয়ার বলেন, সংবাদ সংগ্রহ, লেখা ও পরিবেশনের কৌশল শিখেছি।

প্রশিক্ষণ চলাকালে রিকশা চালক, পেয়ারা বিক্রেতা, চা বিক্রেতা ও সিঙ্গারা বিক্রেতা শিশুকে ভিডিও সংবাদ তৈরি করা হয়। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালা নিয়ে আরেকটি রিপোর্ট তৈরি করা হয়।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.